1. admin@progotinews24.com : admin :
January 15, 2026, 6:23 pm
শিরোনামঃ
বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার মৃত্যুতে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের শোক নতুনতারা সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত  প্রিয় মানুষ অ্যাডঃ বাবুল হাওলাদার আমাজিঘ নববর্ষ: লোক উৎসব থেকে স্বীকৃতি এবং সরকারী মর্যাদা নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা’র ২০২৬ মেয়াদের কেন্দ্রীয় উপদেষ্টা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা নতুনতারা ২১২ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা ও ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম এর শুভ জন্মদিন অনুষ্ঠিত  যে ছেলেটা আর খায়নি আলোকবর্তিকা হয়ে ওঠা একজন মানুষ: সাংবাদিক আহমেদ হোসাইন ছানু ফোয়াব মিলন মেলা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতাঃ প্রার্থনা

আলোকবর্তিকা হয়ে ওঠা একজন মানুষ: সাংবাদিক আহমেদ হোসাইন ছানু

Reporter Name
  • Update Time : Saturday, January 3, 2026,

কলমে: আবিদ হাসান

 

মানুষ গড়ার কারিগর বললেই সাধারণত চোখে ভেসে ওঠে শিক্ষকের অবয়ব। তবে সমাজে এমন কিছু মানুষ আছেন, যারা নীরবে কাজ করেন, ঝরে পড়া প্রতিভাদের নতুন করে গড়ে তুলতে। তেমনই একজন আলোকিত মানুষ সাংবাদিক আহমেদ হোসাইন ছানু। তিনি একজন নিরলস প্রচারক, একজন মানবিক ও চিন্তাশীল মানুষ, যিনি কলমের শক্তিকে ব্যবহার করে সমাজ গঠনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন।

কলমের শক্তি, মানুষের জয়

সৃষ্টির শুরুতেই ‘কলম’-এর কথা উচ্চারিত হয়েছিল। কলম কেবল লেখার যন্ত্র নয়; এটি দায়িত্ব, আমানত এবং আলো ছড়ানোর মাধ্যম। আহমেদ হোসাইন ছানু এই কলমকেই নিজের শক্তি হিসেবে গ্রহণ করেছেন। তিনি বিশ্বাস করেন, সত্য লিখতে হলে সাহস প্রয়োজন। সেই সাহস নিয়েই তিনি তুলে ধরেন মানুষের কথা, সমাজের বাস্তব চিত্র এবং নিভৃত প্রতিভাগুলোর নিরব সংগ্রাম।

যে মানুষটি অন্যদের উঠে দাঁড়াতে শিখিয়েছেন

ঝরে পড়া, অবহেলিত কিংবা অদৃশ্য প্রতিভাগুলোর পাশে ছানু ভাই দাঁড়িয়েছেন একজন অভিভাবকের মতো। অনেক কবি, সাহিত্যিক কিংবা নতুন লেখক: আজ যাদের নাম আমরা জানি, তাঁদের যাত্রার শুরু হয়েছিল ছানু ভাইয়ের হাত ধরে। তিনি শুধু একজন সংবাদকর্মী নন; তিনি একজন পথপ্রদর্শক, যিনি মানুষের ভেতরের সম্ভাবনাকে বিশ্বাস করতে শিখিয়েছেন।

সাংবাদিকতা, সাহস আর সততার সমন্বয়

তিনি জাতীয় সাপ্তাহিক আজকের জনকথা’র ভারপ্রাপ্ত সম্পাদক এবং আজকালের আলো’র প্রকাশক। তাঁর প্রকাশনায় কেবল সংবাদ নয়, সাহিত্য, সংস্কৃতি ও সমাজভাবনার একটি সুস্থ সমন্বয় লক্ষ্য করা যায়। সংবাদ সংগ্রহে তিনি সততা বজায় রাখেন, হালাল রুজিকে সম্মান করেন এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের মনে আস্থা তৈরি করেন।

শিল্প ও সাহিত্যচর্চায় তাঁর হাতছানি

ছানু ভাই বিশ্বাস করেন, শিল্প মানুষের মননকে শুদ্ধ করে। তিনি এমন একটি সমাজের স্বপ্ন দেখেন, যেখানে থাকবে না ভেজাল চিন্তা, থাকবে মুক্ত বাতাস: যেখানে মানুষ স্বাধীনভাবে ভাবতে ও বাঁচতে পারবে। তাঁর লেখা যেমন পাঠককে ভাবায়, তেমনি তাঁর উদ্যোগ নতুনদের এগিয়ে আসার সাহস জোগায়।

দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি দেশের বাইরেও তাঁর পাঠক ও অনুরাগী ছড়িয়ে আছে। তাঁর কাজ ও চিন্তা শুধু দেশের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক অঙ্গনেও তিনি তুলে ধরছেন বাংলা ভাষা, সাহিত্য ও মানবিকতার বার্তা।

শেষ কথায়…

আহমেদ হোসাইন ছানু একজন আলোকবর্তিকা: যিনি নিজের আলোয় নয়, অন্যকে আলো দিতে জানেন। এমন মানুষ সমাজে খুব বেশি নেই। তাঁর অবদানে আমরা গর্বিত। তাঁর মতো মানুষের হাত ধরেই সমাজ আরও মানবিক হয়ে উঠবে; এই প্রত্যাশায় তাঁকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা ও অশেষ শ্রদ্ধা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 notuntara
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT