1. admin@progotinews24.com : admin :
January 15, 2026, 6:27 pm
শিরোনামঃ
বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার মৃত্যুতে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের শোক নতুনতারা সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত  প্রিয় মানুষ অ্যাডঃ বাবুল হাওলাদার আমাজিঘ নববর্ষ: লোক উৎসব থেকে স্বীকৃতি এবং সরকারী মর্যাদা নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা’র ২০২৬ মেয়াদের কেন্দ্রীয় উপদেষ্টা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা নতুনতারা ২১২ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা ও ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম এর শুভ জন্মদিন অনুষ্ঠিত  যে ছেলেটা আর খায়নি আলোকবর্তিকা হয়ে ওঠা একজন মানুষ: সাংবাদিক আহমেদ হোসাইন ছানু ফোয়াব মিলন মেলা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতাঃ প্রার্থনা

“কবিতা চোর নীলিমা আক্তার”

Reporter Name
  • Update Time : Saturday, November 1, 2025,

মোঃ জাবেদুল ইসলাম

 

 

কবিতা চোর নীলিমা আক্তার, 

কবিতা লিখতে না পারে। 

নিজেকে একজন কবি হিসেবে,

বিদ্যা জাহির খুব করে।

লেখা লেখিতে তার কোনো, 

নাই তো অভিজ্ঞতা। 

কবিতা লিখতে বল্লে সে,

দেখায় যেন অপারগতা।

নিজে পারে না লিখতে কবিতা, 

অন্যের লেখা কপি করে। 

নিজের নাম লিখে সেটা ফির,

ফেসবুকে তুলে ধরে। 

খ্যাত নামা কবি রহমত আলীর

লেখা কবিতা চুরি করে। 

কবি জগতে বড় কবি হিসেবে, 

নিজেকে বুলি আউড়ে মরে।

এমন কবি এই দুনিয়ায়, 

আছে কোন পাঠশালায়।

অন্যের কবিতা চুরি করে, 

হয় না কেহ বড় কবি।

নিজ জ্ঞানের লিখলে কবিতা,

কবি তবে বড়ো তুই হবি।

 

————————————

 

জনপ্রিয় কবি সাহিত্যিক ও সাংবাদিক মোঃ রহমত আলী সহ অসংখ্য কবির লেখা কবিতা সে তার নামে ফেসবুক সহ বিভিন্ন সাহিত্য গ্রুপে অহরহ পোস্ট করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 notuntara
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT