
কবিতা চোর নীলিমা আক্তার,
কবিতা লিখতে না পারে।
নিজেকে একজন কবি হিসেবে,
বিদ্যা জাহির খুব করে।
লেখা লেখিতে তার কোনো,
নাই তো অভিজ্ঞতা।
কবিতা লিখতে বল্লে সে,
দেখায় যেন অপারগতা।
নিজে পারে না লিখতে কবিতা,
অন্যের লেখা কপি করে।
নিজের নাম লিখে সেটা ফির,
ফেসবুকে তুলে ধরে।
খ্যাত নামা কবি রহমত আলীর
লেখা কবিতা চুরি করে।
কবি জগতে বড় কবি হিসেবে,
নিজেকে বুলি আউড়ে মরে।
এমন কবি এই দুনিয়ায়,
আছে কোন পাঠশালায়।
অন্যের কবিতা চুরি করে,
হয় না কেহ বড় কবি।
নিজ জ্ঞানের লিখলে কবিতা,
কবি তবে বড়ো তুই হবি।
------------------------------------
জনপ্রিয় কবি সাহিত্যিক ও সাংবাদিক মোঃ রহমত আলী সহ অসংখ্য কবির লেখা কবিতা সে তার নামে ফেসবুক সহ বিভিন্ন সাহিত্য গ্রুপে অহরহ পোস্ট করে যাচ্ছে।