1. admin@progotinews24.com : admin :
November 4, 2025, 9:30 am
শিরোনামঃ
নতুনতারা ২০১তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা ও নৌভ্রমণ ও সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত  নবীন চারুশিল্পীদের বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন বাস্তবায়নে খুলনা আর্ট একাডেমির ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত ২৯ নভেম্বর বিকল্পধারা বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত হবে “কবিতা চোর নীলিমা আক্তার” উত্তরায় প্রবাসীর স্ত্রীর পরকীয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা খুলনায় নতুনতারা’র ‘২০০ শ তম’ সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত কবিতাঃ  সেদিন রাতে আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক আহমেদ হোসাইন ছানুকে খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা কবিতাঃ শব্দের মায়াজাল আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক আহমেদ হোসাইন ছানু আজ এক সপ্তাহের সফরে খুলনায় আসছেন

মিষ্টভাষী শব্দের যাদুকর শেখ আকতার

বিশেষ প্রতিনিধি
  • Update Time : Sunday, June 15, 2025,

শেখ আকতার কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় এগারো অক্টোবর উনিশ শত তেষট্টি সালে জন্মগ্রহণ করেন। পিতা রমজান আলি শেখ, মাতা সামসুন্নাহার। তাঁর বাবা পেশাগত জীবনে যেমন একজন সফল আইনজীবী ছিলেন, ঠিক তেমনই সাংস্কৃতিক অঙ্গনে ছিলেন উচ্চ শিখরে। তাঁর বড়ভাই কায়েস একজন প্রতিষ্ঠিত বেতার, টিভি ও চলচ্চিত্র অভিনেতা ছিলেন। এদিক থেকে শেখ আকতারের সাহিত্যের প্রতি আসক্ততা বেড়ে যায়। প্রকৃতপ্রস্তাবে তিনি বেড়ে উঠেছেন সাংস্কৃতিক রাজধানীখ্যাত কুষ্টিয়ার বৃহত্তর সাংস্কৃতিক পরিমন্ডলে।

একাধারে তিনি কবি , সাহিত্যিক,লেখক,ঔপন্যাসিক, গীতিকার ও সাংবাদিক। অত্যন্ত ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি ঝোঁক চাপে তাঁর। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক। স্থায়ী নিবাস কুষ্টিয়া শহরে কোর্টপাড়ার পূর্ণচন্দ্র লাহিড়ী লেনে। শিক্ষা জীবনে তিনি ইসলামের ইতিহাসে এম,এ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। 

সদালাপী বিনয়ী শেখ আকতার ভালোবাসেন বই পড়তে, ভ্রমণ করতে। ভ্রমণ করেছেন ভারতসহ বিভিন্ন দর্শনীয় স্থান। 

তাঁর প্রকাশিত একক গ্রন্থ চৌদ্দটি। তন্মধ্যে কাব্যগ্রন্থ ছয়টি, উপন্যাস পাঁচটি, শিশুতোষ গল্প একটি, ছোট গল্প দুইটি। এ ছাড়া যৌথ কাব্যগ্রন্থের সংখ্যা ত্রিশটি।

তিনি পুরষ্কার ও সম্মাননা পেয়েছেন মিজাফ তারকা অ্যাওয়ার্ড (২০১৮-১৯), মীর মোশাররফ হোসেন সাহিত্য পুরষ্কার (২০১৯), কবি সংসদ বাংলাদেশ কর্তৃক বঙ্গবন্ধু সাহিত্য পুরষ্কার (২০১৯), ডিজিটাল সাহিত্য আড্ডা সম্মাননা (২০২০), বীর মুক্তিযোদ্ধা শাহাবুল আলী সম্মাননা (২০২০), একটু পাশে দাঁড়াই সংগঠন সম্মাননা (২০২১), কুষ্টিয়া সাহিত্য পরিষদ সম্মাননা (২০২২), জাগ্রত সাহিত্য পরিষদ সম্মাননা (২০২২), কাব্যের আলো সাহিত্য পরিষদ সম্মাননা (২০২৩), নতুনতারা সম্মাননা (২০২৪), দৈনিক স্বদেশ বিচিত্রা সম্মাননা ( ২০২৪),
আল্লামা ইকবাল কালচারাল সোসাইটি ঢাকা কর্তৃক অ্যাওয়ার্ড (২০২৪), Cultural Center,Embassy of the Islamic Republic of Iran,Bangladesh and National Poetry Stage, Dhaka কর্তৃক আয়োজিত 
Poetry for Palestine Award (২০২৪), স্বরলিপি পাবলিকেশন কর্তৃক গুনিজন সম্মাননা -২০২৫, জ্ঞনসঙ্গী শিল্প-সাহিত্য প্রণোদনা সম্মাননা (২০২৫)।

শেখ আকতার দৈনিক স্বদেশ বিচিত্রা ও সাপ্তাহিক নতুনতারা পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 notuntara
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT