1. admin@progotinews24.com : admin :
November 4, 2025, 3:57 am
শিরোনামঃ
নতুনতারা ২০১তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা ও নৌভ্রমণ ও সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত  নবীন চারুশিল্পীদের বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন বাস্তবায়নে খুলনা আর্ট একাডেমির ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত ২৯ নভেম্বর বিকল্পধারা বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত হবে “কবিতা চোর নীলিমা আক্তার” উত্তরায় প্রবাসীর স্ত্রীর পরকীয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা খুলনায় নতুনতারা’র ‘২০০ শ তম’ সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত কবিতাঃ  সেদিন রাতে আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক আহমেদ হোসাইন ছানুকে খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা কবিতাঃ শব্দের মায়াজাল আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক আহমেদ হোসাইন ছানু আজ এক সপ্তাহের সফরে খুলনায় আসছেন

সাতক্ষীরায় প্রান্তিক গ্রাম আনুলিয়ায় অনুষ্ঠিত হলো প্রথমবারের মতো বর্ণাঢ্য সাহিত্য উৎসব

সাতক্ষীরা জেলা প্রতিনিধি
  • Update Time : Friday, June 13, 2025,

সাতক্ষীরায় প্রান্তিক গ্রাম আনুলিয়ায় অনুষ্ঠিত হলো প্রথমবারের মতো বর্ণাঢ্য সাহিত্য উৎসব

‘আনুলিয়া সাহিত্য উৎসব ২০২৫’, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বুধবার, আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে প্রকাশিত হয় স্মরণিকা ‘শব্দশিখা’। অতিথিগণ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।

সভাপ্রধান কবি হেলাল সালাহউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন আনুলিয়ার কৃতিসন্তান পিরোজপুর জেলার এডিশনাল জজ মোক্তাগীর আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন — সামসুজ্জামান মাসুদ-পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মাহমুদুল হাসান-সিনিয়র অফিসার অগ্রণী ব্যাংক, শান্তিরঞ্জন দাশ-প্রধান শিক্ষক বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়, আলমগীর হোসেন-প্রধান শিক্ষক আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝাউডাঙা কলেজের বাংলার প্রভাষক মো. শহীদুল ইসলাম, দেলোয়ার হোসেনসহ বহু সুধী সংস্কৃতিপ্রেমী শুভানুধ্যায়ী।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় সকাল ১০ টায়। সভাপ্রধানের স্বাগত ভাষণের অব্যবহিত পরেই মূলপ্রবন্ধ পাঠ করেন কবি ও প্রাবন্ধিক সৌহার্দ সিরাজ।

বিষয়ভিত্তিক আলোচনা রাখেন কাজীরহাট ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. ইদ্রিস আলী, আবৃত্তিকার ও সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান মন্টু (মন্ময় মনির), প্রতাপনগর ফাজিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক মো. আবু সাঈদ, কবি ও শিক্ষক নূর-ই-আযম সিদ্দীকি প্রমূখ।

হেলাল সালাহউদ্দীন সম্পাদিত ‘শব্দশিখা’ সাহিত্য কাগজটিতে স্থান পেয়েছে স্থানীয় তরুণদের কবিতাসহ চল্লিশজন কবির কবিতা ও চারটি প্রবন্ধ। শব্দশিখা’য় প্রবন্ধ লিখেছেন গাজী আজিজুর রহমান, মো. জাহিদুর রহমান, আরিফুর রহমান সোহাগ ও কৃষ্ণেন্দু বাছাড়।
কবিতা লিখেছেন খসরু পারভেজ, পলটু বাসার, সৌহার্দ সিরাজ, কিশোরীমোহন সরকার, শুভ্র আহমেদ, কুমার দীপ, হেলাল সালাহউদ্দিন, মকবুল মাহফুজ, সালেহা আকতার, আহমেদ সাব্বির, এলিজা খাতুন, দিলরূবা, স ম তুহিন, মানবেন্দ্র সাহা, বাসার মাহফুজ, কাজী গুলশান আরা, নাজমুল হাসান, আবু সালেক চাঁদ, গাজী হাবিব, মুকুল ম্রিয়মান,আসমা খাতুন আয়না, জাহিদ রেজা, নয়ন বিশ্বাসসহ আরও অনেকে।

মধ্যাহ্ন বিরতির পরে দ্বিতীয় পর্বে আবৃত্তি করেন মন্ময় মনির, কাজী কাইউম শামীম, মিথিলা সুলতানা, ফারিহা তাসনিম।

স্বরচিত কবিতা পাঠ করেন সরদার নাজিমউদ্দীন (বীর মুক্তিযোদ্ধা), সৌহার্দ সিরাজ, হেলাল সালাহউদ্দিন, মো. জাহিদুর রহমান, আরিফুর রহমান সোহাগ, আমিন আজাদ, মাসুদুর রহমান, আসিফ রায়হান, জাকিরুল ইসলাম, সুমন সিদ্দিকী, জাহিদ হোসেন, অরুণ স্যানাল, আরিফ ঈমান, মনিরুজ্জামান মুন্না, অর্জুন সরকার, ইখতিয়ার হোসেন, মাসুদ রানাসহ অন্যান্য কবিরা।

সংগীত পরিবেশন করেন শিক্ষক শম্ভুনাথ মালো, অমৃতা দাশ, অরূপ দাশ। নৃত্য উপস্থাপন করেন সুমাইয়া খাতুন, নিরুপম দাশ।

একটি চমৎকার ভাষণের মধ্য দিয়ে আনুলিয়া সাহিত্য উৎসবের সমাপ্তি ঘোষণা করেন সভাপ্রধান ও আনুলিয়া সাহিত্য সংস্কৃতি পরিষদের আহ্বায়ক কবি ও শিক্ষক হেলাল সালাহউদ্দীন।

আনুলিয়া সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে অনুষ্ঠানটি সার্থক ও সুন্দর হয়ে কিশোর তরুণদের মাঝে ব্যাপক উদ্দীপনা ছড়িয়ে দেয়। কবিতা শাশ্বত সুন্দরের, প্রতিবাদ-প্রতিরোধের কবিতা রুখে দিতে পারে সকল বৈষম্য সংকীর্ণতা; আনুলিয়ার ইতিহাসে এবং আগামীদিনের কবিতাচর্চায় এ এক দারুণ অভিযাত্রা।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও শিক্ষক আরিফুর রহমান সোহাগ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 notuntara
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT