
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর জাহাঙ্গীর গেট সংলগ্ন শাহীন হলে গত ১৪ আগস্ট আসরের নামাজের পর অনুষ্ঠিত হলো মাইলস্টোন স্কুলের শিক্ষিকা মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণসভা। পরিবারের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে রাজনৈতিক, সামরিক, শিক্ষাবিদ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ছাড়াও প্রাক্তন ছাত্রছাত্রী ও সহকর্মীরা অংশ নেন।
গত ২১ জুলাইয়ের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিজের জীবন বিপন্ন জেনেও অন্তত ২০ জন শিশুকে নিরাপদে সরিয়ে নেয়ার সাহসী ভূমিকার জন্য মাহেরিন চৌধুরীকে উপস্থিত সবাই ‘মানবিকতার জয়ধ্বজা’ বলে স্মরণ করেন। অনুষ্ঠানস্থলে তার প্রিয় শিক্ষার্থীদের হাতে থাকা সাদা গোলাপ আর শান্ত প্রার্থনার শব্দে পরিবেশ ভারী হয়ে ওঠে।
সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন—চৌধুরী রফিকুল আবরার, শিক্ষা উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকার; জেনারেল ওয়াকার-উজ-জামান, সেনাবাহিনী প্রধান; এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বিমান বাহিনী প্রধান; রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা, সহকারী নৌবাহিনী প্রধান; মাহদি আমিন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শিক্ষা ও গবেষণা বিষয়ক উপদেষ্টা (বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে); ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি স্থায়ী কমিটির সদস্য; অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব, বিএনপি—সহ আরো অনেকে। তাঁরা মাহেরিনের আত্মত্যাগকে জাতির জন্য প্রেরণাদৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন।
দোয়ার আগে সংক্ষিপ্ত স্মৃতিচারণে মাহেরিনের স্বামী মনছুর হেলাল অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, *“তিনি ছিলেন আমার সাহস, আমার সহযাত্রী। মানুষের জন্য বাঁচতে চাইতেন—শেষ মুহূর্তেও সেটাই করে গেলেন।”* ছোট ভাই মুনাফ জানান, পরিবার–পরিজনের প্রয়োজনে সবসময় এগিয়ে যেতেন মাহেরিন; পড়াশোনা ও নৈতিকতা নিয়ে তিনি ছিলেন সবার আদর্শ। ছোট বোন মেহতাজ স্মৃতিভারাক্রান্ত কণ্ঠে বলেন, *“আপু আমাদের ঘরের আলো ছিলেন। তাঁর শূন্যতা ভাষায় বলা যায় না।”*
অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের খতিব। তিনি মাহেরিন চৌধুরীর রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস লাভ এবং শোকাহত পরিবারের জন্য ধৈর্য-সংযম কামনা করেন। দোয়া শেষে আগত অতিথিরা পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান এবং মাহেরিনের জন্য চলমান দোয়া ও কল্যাণকর্ম অব্যাহত রাখার আহ্বান জানান।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মাহেরিন চৌধুরীর স্মৃতিকে ধরে রাখতে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসহায়তায় একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। উপস্থিত সবাই এই উদ্যোগকে স্বাগত জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।