1. admin@progotinews24.com : admin :
January 16, 2026, 11:03 am
শিরোনামঃ
বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার মৃত্যুতে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের শোক নতুনতারা সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত  প্রিয় মানুষ অ্যাডঃ বাবুল হাওলাদার আমাজিঘ নববর্ষ: লোক উৎসব থেকে স্বীকৃতি এবং সরকারী মর্যাদা নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা’র ২০২৬ মেয়াদের কেন্দ্রীয় উপদেষ্টা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা নতুনতারা ২১২ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা ও ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম এর শুভ জন্মদিন অনুষ্ঠিত  যে ছেলেটা আর খায়নি আলোকবর্তিকা হয়ে ওঠা একজন মানুষ: সাংবাদিক আহমেদ হোসাইন ছানু ফোয়াব মিলন মেলা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতাঃ প্রার্থনা

ঢাকা থেকে প্রকাশিত লিটল ম্যাগাজিন তাইরান পাঠ উন্মোচন ও লেখক আড্ডা অনুষ্ঠিত

শেখ আবু আসলাম বাবু
  • Update Time : Tuesday, June 10, 2025,

১০ জুন ২০২৫ বিকেল ৫টা জেলা শিল্পকলা একাডেমীর সম্মেলন কক্ষ, খুলনায় কবি তাসনীম মাহমুদ সম্পাদিত “তাইরান” লিটল ম্যাগাজিনের চতুর্থ সংখ্যা প্রকাশ উপলক্ষে তাইরান পাঠ উন্মোচন ও লেখক আড্ডায় আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনা করেন নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা’র কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা, সাপ্তাহিক নতুনতারা সম্পাদক ও প্রকাশক, কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু।

কবি তাসনীম মাহমুদ এর সভাপতিত্বে ও আইনুল্লা পারভেজ পরিচালিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ প্রফেসর মোঃ আব্দুল মান্নান, ঢাকা থেকে আগত বিশিষ্ট কবি ও গবেষক মোঃ এমদাদুল হক চৌধুরী , শিশু বিশেষজ্ঞ ডাঃ এহসানুল কবির , কবি ও গল্পকার ফিরোজ আহমেদ, নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম, খুলনা সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থা খুসাসের প্রতিষ্ঠাতা কবি ও সংগঠক স ম হাফিজুল ইসলাম , নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থার প্রতিষ্ঠাতা মহাপরিচালক কবি ও সংগঠক সাইফুর মিনা ,খুসাসের সাধারণ সম্পাদক কবি আজাদুল হক আজাদ, কবি আবদুল হান্নান, কবি এ জি রানা প্রমুখ।

উল্লেখ্য, খুলনার ছেলে ঢাকায় বসবাসরত “তাইরান” সম্পাদক তাসনীম মাহমুদ। খুলনার মানুষ আনন্দিত,গর্বিত,সম্মানিত সম্পাদক তাসনীম মাহমুদ এর জন্য দোয়া ও শুভকামনা রইল।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 notuntara
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT