
১০ জুন ২০২৫ বিকেল ৫টা জেলা শিল্পকলা একাডেমীর সম্মেলন কক্ষ, খুলনায় কবি তাসনীম মাহমুদ সম্পাদিত “তাইরান” লিটল ম্যাগাজিনের চতুর্থ সংখ্যা প্রকাশ উপলক্ষে তাইরান পাঠ উন্মোচন ও লেখক আড্ডায় আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনা করেন নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা’র কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা, সাপ্তাহিক নতুনতারা সম্পাদক ও প্রকাশক, কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু।
কবি তাসনীম মাহমুদ এর সভাপতিত্বে ও আইনুল্লা পারভেজ পরিচালিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ প্রফেসর মোঃ আব্দুল মান্নান, ঢাকা থেকে আগত বিশিষ্ট কবি ও গবেষক মোঃ এমদাদুল হক চৌধুরী , শিশু বিশেষজ্ঞ ডাঃ এহসানুল কবির , কবি ও গল্পকার ফিরোজ আহমেদ, নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম, খুলনা সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থা খুসাসের প্রতিষ্ঠাতা কবি ও সংগঠক স ম হাফিজুল ইসলাম , নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থার প্রতিষ্ঠাতা মহাপরিচালক কবি ও সংগঠক সাইফুর মিনা ,খুসাসের সাধারণ সম্পাদক কবি আজাদুল হক আজাদ, কবি আবদুল হান্নান, কবি এ জি রানা প্রমুখ।
উল্লেখ্য, খুলনার ছেলে ঢাকায় বসবাসরত “তাইরান” সম্পাদক তাসনীম মাহমুদ। খুলনার মানুষ আনন্দিত,গর্বিত,সম্মানিত সম্পাদক তাসনীম মাহমুদ এর জন্য দোয়া ও শুভকামনা রইল।