1. admin@progotinews24.com : admin :
November 3, 2025, 9:19 pm
শিরোনামঃ
নতুনতারা ২০১তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা ও নৌভ্রমণ ও সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত  নবীন চারুশিল্পীদের বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন বাস্তবায়নে খুলনা আর্ট একাডেমির ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত ২৯ নভেম্বর বিকল্পধারা বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত হবে “কবিতা চোর নীলিমা আক্তার” উত্তরায় প্রবাসীর স্ত্রীর পরকীয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা খুলনায় নতুনতারা’র ‘২০০ শ তম’ সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত কবিতাঃ  সেদিন রাতে আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক আহমেদ হোসাইন ছানুকে খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা কবিতাঃ শব্দের মায়াজাল আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক আহমেদ হোসাইন ছানু আজ এক সপ্তাহের সফরে খুলনায় আসছেন

ঢাকা থেকে প্রকাশিত লিটল ম্যাগাজিন তাইরান পাঠ উন্মোচন ও লেখক আড্ডা অনুষ্ঠিত

শেখ আবু আসলাম বাবু
  • Update Time : Tuesday, June 10, 2025,

১০ জুন ২০২৫ বিকেল ৫টা জেলা শিল্পকলা একাডেমীর সম্মেলন কক্ষ, খুলনায় কবি তাসনীম মাহমুদ সম্পাদিত “তাইরান” লিটল ম্যাগাজিনের চতুর্থ সংখ্যা প্রকাশ উপলক্ষে তাইরান পাঠ উন্মোচন ও লেখক আড্ডায় আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনা করেন নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা’র কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা, সাপ্তাহিক নতুনতারা সম্পাদক ও প্রকাশক, কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু।

কবি তাসনীম মাহমুদ এর সভাপতিত্বে ও আইনুল্লা পারভেজ পরিচালিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ প্রফেসর মোঃ আব্দুল মান্নান, ঢাকা থেকে আগত বিশিষ্ট কবি ও গবেষক মোঃ এমদাদুল হক চৌধুরী , শিশু বিশেষজ্ঞ ডাঃ এহসানুল কবির , কবি ও গল্পকার ফিরোজ আহমেদ, নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম, খুলনা সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থা খুসাসের প্রতিষ্ঠাতা কবি ও সংগঠক স ম হাফিজুল ইসলাম , নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থার প্রতিষ্ঠাতা মহাপরিচালক কবি ও সংগঠক সাইফুর মিনা ,খুসাসের সাধারণ সম্পাদক কবি আজাদুল হক আজাদ, কবি আবদুল হান্নান, কবি এ জি রানা প্রমুখ।

উল্লেখ্য, খুলনার ছেলে ঢাকায় বসবাসরত “তাইরান” সম্পাদক তাসনীম মাহমুদ। খুলনার মানুষ আনন্দিত,গর্বিত,সম্মানিত সম্পাদক তাসনীম মাহমুদ এর জন্য দোয়া ও শুভকামনা রইল।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 notuntara
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT