
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
এম. জামিরুল ইসলাম খান জামিল । ডাক নাম জামিল । আবার কেউ কেউ জেড ইসলাম নামে ও ডেকে থাকে। এসএসসি সনদ অনুযায়ী মোঃ জামিরুল ইসলাম ১৯৮৪ সালের ২ রা ফেব্রুয়ারিতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামে পিতৃলালয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম।
 পিতা জালাল উদ্দীন খান, মাতা মোছাঃ হালিমা খানম। ৪ ভাই ৪ বোন। ৪ ভায়ের মধ্যে তিনি তৃতীয়। মূলত মায়ের অনুপ্রেরণাতেই তাঁর পড়ালেখার হাতে খড়ি। সেই থেকে গ্রামেরই বাদেমাজু সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি হন। পরবর্তীতে আরবি শেখার আগ্রহ জন্মালে আলমডাঙ্গা সিদ্দিকিয়া আলিম মাদরাসায় ভর্তি হন। এখানে চতুর্থ ও ৫ম শ্রেণি পর্যন্ত পড়েন। পরবর্তীতে গ্রামের হাইস্কুল, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমিতে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হন। এখান থেকে ২০০০ সালে কৃতিত্বের সাথে দ্বিতীয় বিভাগে  একটি লেটারমার্কসহ  এসএসসি পাশ করেন। ২০০২ সালে দ্বিতীয় বিভাগে এইচএসসি ও ২০০৬ সালে দ্বিতীয় বিভাগে  বিএ পাশ করে কৃতিত্বের স্বাক্ষর
রাখেন আলমডাঙ্গা সরকারী ডিগ্রী কলেজ থেকে। ২০০৮ সালে কুষ্টিয়া সরকারী কলেজ থেকে কৃতিত্বের সাথে দ্বিতীয় শ্রেণিতে এমএসএস পাশ করে কৃতিত্বের স্বাক্ষর অব্যাহত রাখেন।
পড়ালেখার পাশাপাশি সখের বশে সাংবাদিকতা হিসেবে তাঁর একটি সুপরিচিত রয়েছে। অন্যদিকে কবিতা ও গল্প লেখার প্রতি ও তার যথেষ্ট আগ্রহ এবং আন্তরিকতা রয়েছে। ইতোমধ্যে দৈনিক আজকের আলো, সাপ্তাহিক চুয়াডাঙ্গা দর্পন, কুষ্টিয়া গাঙচিল, চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কর্তৃক ১৫ আগষ্ট’২০১৯ স্মরণে বরণে-বঙ্গবন্ধুর একটি যৌথ প্রকাশ হয়। বইটিতে তাঁর একটি কবিতা প্রকাশ হয়েছে। এছাড়া ও তাঁর লেখা বিভিন্ন পত্রপত্রিকা,ম্যাগজিনে এবং বইতে নিয়মিত প্রকাশ হচ্ছে।
অপরদিকে ২২ সেপ্টেম্বর ২০১৭ সালে তিনি নিজ উদ্যোগে আলমডাঙ্গার হাউসপুর হতে ছত্রপাড়া সড়কের উভয়পার্শ্বে তালবীজ রোপন করে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্হাপন করেন। যা আজও অব্যাহত আছে এবং থাকবে।
তিনি বর্তমানে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের ১৬ নং পারদূর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে সুনামের সাথে শিক্ষকতা করছেন।ইতোপূর্বে তিনি বৈদ্যনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও সুনামের সাথে দীর্ঘ প্রায় ৮ বছর শিক্ষকতা করেছেন।এরই পরিপ্রেক্ষিতে ২০১৯-২০ শিক্ষাবর্ষে কমলাপুর পিটিআই থেকে ডিপিএড সম্পন্ন করে দ্বিতীয় শ্রেণিতে ডিগ্রী অর্জন করছেন।তাঁর ফেসবুক আইডি Md Zamirul Islam.জিমেইল- zijamil84@gmail.com, হোয়াইট আপ ০১৭০১৪৪১৮৯৮,ব্যক্তিগত ফোন ০১৭১০৮১৯৬১৯/০১৯১২১৪৯৯৩৩।