
খুলনা জেলা জাতীয় নাগরিক পার্টির সমন্বয় কমিটি গঠন
জাতীয় নাগরিক পার্টির ( এনসিপি ) খুলনা জেলার সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে আগামী তিন মাসের জন্য অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
সোমবার (৩ জুন ২০২৫) এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (ফয়েজুল্লাহ)। আর যুগ্ম সম্বয়কারী হিসেবে আছেন মো. রাশেদ হাসান ও এম মাফতুন আহমেদ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন জায়েদুর রহমান প্রিন্স, মোঃ কদরুল হাসান, প্রনয় কুমার বৈদ্য জয় , মোঃ রিদওয়ান শেখ তামিম, মুজাহিদুল ইসলাম, মোঃ সেলিম মোল্ল্যা, তাহমিদুন্নাহার তামান্না, সানজিদা আক্তার, শওকত আলম, মোহাম্মদ আলী বাবু, মাহমুদ মোস্তফা সজল, অ্যাডঃ মোঃ বাবুল, নাসরুল্লাহ শরীফ, ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, শেখ ইখতিয়ার উদ্দিন শাফু, সাব্বির লস্কর, আবু বকর সিদ্দিক ও মামুন হোসেন।
খুলনায় এনসিপির দায়িত্ব পালন করবে এই সমন্বয় কমিটি। আগামী তিন মাসের জন্য এই কমিটি ঘোষণা অনুমোদন করা হয়েছে। দ্রুতই এনসিপির খুলনা জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হবে।