1. admin@progotinews24.com : admin :
January 15, 2026, 6:24 pm
শিরোনামঃ
বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার মৃত্যুতে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের শোক নতুনতারা সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত  প্রিয় মানুষ অ্যাডঃ বাবুল হাওলাদার আমাজিঘ নববর্ষ: লোক উৎসব থেকে স্বীকৃতি এবং সরকারী মর্যাদা নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা’র ২০২৬ মেয়াদের কেন্দ্রীয় উপদেষ্টা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা নতুনতারা ২১২ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা ও ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম এর শুভ জন্মদিন অনুষ্ঠিত  যে ছেলেটা আর খায়নি আলোকবর্তিকা হয়ে ওঠা একজন মানুষ: সাংবাদিক আহমেদ হোসাইন ছানু ফোয়াব মিলন মেলা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতাঃ প্রার্থনা

জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যান নির্বাচিত এস. এম. সাইফুল ইসলাম কবিরকে বিভিন্ন মহলের অভিনন্দন

Reporter Name
  • Update Time : Tuesday, December 23, 2025,

স্টাফ রিপোর্টার:

 

জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বরেণ্য সাংবাদিক, লেখক ও সংগঠক এস. এম. সাইফুল ইসলাম কবির–কে দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

অভিনন্দন জানানো সংগঠনগুলোর মধ্যে রয়েছে দেশের বিভিন্ন প্রেসক্লাব, সাংবাদিক সংগঠন, রিপোর্টার্স ইউনিটি, খুলনা আর্ট একাডেমি, কবি সংগঠন, কবিতা পরিষদ, বাংলাদেশ সাহিত্য পরিষদসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এসব সংগঠনের চেয়ারম্যান, মহাসচিব ও নবনির্বাচিত নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে তাঁকে শুভেচ্ছা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এস. এম. সাইফুল ইসলাম কবির দীর্ঘদিন ধরে সাহসী, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যম অঙ্গনে একটি সুদৃঢ় অবস্থান তৈরি করেছেন। মফস্বল সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় তাঁর ভূমিকা প্রশংসনীয়। জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যান হিসেবে তাঁর নেতৃত্ব সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতিচর্চায় তাঁর সক্রিয় অংশগ্রহণ নতুন প্রজন্মের লেখক, কবি ও সংস্কৃতিকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস। কবিতা পরিষদ, বাংলাদেশ সাহিত্য পরিষদ ও খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে জানানো হয়, সমাজ ও সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনে তাঁর ভূমিকা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা করেন।

অভিনন্দন বার্তায় আরও উল্লেখ করা হয়, এস. এম. সাইফুল ইসলাম কবিরের নেতৃত্বে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম মফস্বল সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং প্রশিক্ষণ, কল্যাণমূলক কার্যক্রম ও পেশাগত উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।

এদিকে শুভেচ্ছা ও অভিনন্দনের জবাবে এস. এম. সাইফুল ইসলাম কবির বলেন,

“এই দায়িত্ব আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় দায়বদ্ধতা। সাংবাদিকতার নৈতিকতা, স্বাধীনতা ও মফস্বল সাংবাদিকদের ন্যায্য অধিকার রক্ষায় আমি আপসহীন থাকবো। সকলের সহযোগিতায় জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামকে একটি আদর্শ ও শক্তিশালী সংগঠনে পরিণত করতে চাই।”

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 notuntara
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT