
কলমে: জোনাকি আফরিন জুঁই
অন্ধকারে স্পষ্ট করে
দেখা যায়না কিছু,
হাতে একটি হ্যারিকেন নিয়ে
ধরলাম তাহার পিছু।
তাহার নূপুরের শব্দে যেনো
কেঁপে উঠছে সব,
জানি না হঠাৎ মনের ভেতর
এ কিসের অনুভব।
এমন হয়েছে আমার সাথে
আরও দশটি বছর আগে,
মেঘ মালাকে দেখেই প্রথম
হৃদয়ে প্রেম জাগে।
সেই প্রেমই মোর প্রথম ছিল
সেই প্রেমই মোর শেষ,
দুঃখের সাগরে ডুবিয়ে আমায়
আছো তো তুমি বেশ।
আমার জীবন না হয় দুঃখেই গেল
কিন্তুু তুমি সুখে থেকো,
যদি কখনোও মনে পরে মোরে
কোকিল হয়ে ডেকো !”