
কলমেঃ সেলিম ইসলাম সাদিক
তুমি জাতির পথ প্রদর্শক,
তুমি অন্ধকারের আলো।
তোমারে ঠকালে জাতি ঠকিবে,
অন্ধকারে নির্মজ্জিত হবে।
পঙ্গ হয়ে থাকবে জাতি,
আপন ঘরে অন্ধকারে।
তুমি জাতিকে শেখাও স্বাধীনতাকামি হতে।
অথচ,তোমার স্বাধীনতা আজ হরণ করে,
মূর্খ শাসাক বসে।
তোমার স্বাধীনতা হরন করলে,
মূর্খ জাতি মুর্খই থাকবে।
স্বাধীনতা কারে কয়, শেখাও তো তুমি।
তুমি যদি থাকো বন্দি হয়ে-
কে জাতিকে শেখাবে সেই গুপ্ত মন্ত্র খানি?
তুমি হচ্ছে মহা প্রদীব,
যেখান থেকে শত শত প্রদীব জ্বলে।
তোমাকে যদি নিভিয়ে ফেলে,
নতুন প্রদীব জ্বলিবে কি করে?
আলোর অভাবে অন্ধকারে,
মরিবে জাতি গোলাম হয়ে।
যে জাতি গোলাম হতে শিখেছে,
সেকি শিক্ষকের মর্যাদা বুঝিবে!
বুঝিলে কি তোমায় মারে?
গোলামিতেই তারা সুখ খোঁজে,
চাহেনা উপর দিকে।
নিচু মাথা তারা নিচুই রাখিতে চায়,
চহেনা মাথা তুলে!
তাই তারা নির্বোধ হয়ে,
তোমায় অপমান করে।
তুমি তো সূর্যের আলো,
তোমাকে যারা ঠকাতে চায়।
তারা পুরে হবে ছাই।
ছাত্র সমাজে তুমি পারো আগুন জ্বালাতে-
তুমি পারো শান্তির বারিধারা বইতে।
তোমার তুলনা তুমি নিজে,
তোমার দাবি মানতে হবে।
তোমার উপর যারা লাঠির আঘাত করে।
তারা কোথায় নিয়েছে শিক্ষা?
লাঠির আঘাত করে গুরুকে,
দিলো গুরু দক্ষিনা!