
নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান ও মাসিক জগন্নাথপুর সমাচার পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে পৌরপয়েন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রকাশক আহমেদ হোসাইন ছানু এবং সঞ্চালনায় ছিলেন বার্তা সম্পাদক প্রভাষক জাহিদ হাসান।
প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক ও আইনজীবী ড. মোঃ বদরুল আলম সোহাগ। তিনি তার বক্তব্যে বলেন—
> “আজকের এ আয়োজন আমার জীবনের এক স্মরণীয় মুহূর্ত। জগন্নাথপুরের প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের আতিথেয়তা ও সৌহার্দ্যে আমি অভিভূত। সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে জগন্নাথপুর এক সম্ভাবনার ভান্ডার।”
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমদ এবং বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল, সমাজসেবক মাওলানা সুহেল আহমদ ও সাংবাদিক ফোরামের সভাপতি হুমায়ুন কবির।
শেষে অতিথিগণ জগন্নাথপুর সমাচার পত্রিকার মোড়ক উন্মোচন করেন এবং শিক্ষা, সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য পাঁচ গুণীজনকে আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়।
অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন—কবি ও শিক্ষক ধীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামল, কবি সাহিত্যিক আবুল কালাম তালুকদার, কবি ও সাংবাদিক আকিক শাহরিয়ার, সাংবাদিক ও শিক্ষানুরাগী মোঃ আব্দুল কাহার ও কবি ও সাংবাদিক প্রভাষক জাহিদ হাসান।