1. admin@progotinews24.com : admin :
November 3, 2025, 9:13 pm
শিরোনামঃ
নতুনতারা ২০১তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা ও নৌভ্রমণ ও সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত  নবীন চারুশিল্পীদের বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন বাস্তবায়নে খুলনা আর্ট একাডেমির ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত ২৯ নভেম্বর বিকল্পধারা বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত হবে “কবিতা চোর নীলিমা আক্তার” উত্তরায় প্রবাসীর স্ত্রীর পরকীয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা খুলনায় নতুনতারা’র ‘২০০ শ তম’ সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত কবিতাঃ  সেদিন রাতে আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক আহমেদ হোসাইন ছানুকে খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা কবিতাঃ শব্দের মায়াজাল আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক আহমেদ হোসাইন ছানু আজ এক সপ্তাহের সফরে খুলনায় আসছেন

ঈদুল আজহায় সুড়ঙ্গ, তুফান সিনেমার রেকর্ড কেড়ে নিবে তাণ্ডব?

Reporter Name
  • Update Time : Thursday, June 5, 2025,

বিনোদন প্রতিনিধি

এবারের ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে মেগাস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘তাণ্ডব’। রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর, যার মাধ্যমে বড় পর্দায় প্রথমবারের মতো তাদের রসায়ন দেখা যাবে। ইতোমধ্যেই সিনেমার ট্রেলার ও আইটেম গান দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।

সিনেমার মুক্তিকে ঘিরে বৃহস্পতিবার সন্ধ্যায় এক জমকালো সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর, নির্মাতা রায়হান রাফী, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ সিনেমার অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা। অনুষ্ঠানে সিনেমা নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি ভাগ করে নেন সবাই।

শাকিবের সঙ্গে ‘তাণ্ডব’-এ স্ক্রিন শেয়ার নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জয়া আহসান বলেন, ‘আমাদের প্রোজেক্টের জন্যেও শাকিব লক্ষী। ও যখন কাজ করে, একজন আর্টিস্টের সঙ্গে যে কাজ করার আনন্দ, একজন তৈরি আর্টিস্ট যে কি না অনেক ভালো বোঝে, টেকনিক্যালি অভিনয়ের জায়গাটা। আপনারা নিশ্চয়ই আবার শাকিবকে নতুন করে ডিসকভার করবেন; আমার আর বলার কিছু নেই। ওর সঙ্গে আমার স্ক্রিনশেয়ারের বিষয়টি আনন্দ সহকারেই বললাম। ধন্যবাদ শাকিব, এটা খুব সুন্দর একটি জার্নি।

অন্যদিকে, সিনেমার নায়িকা সাবিলা নূর বলেন, ‘আমাকে খুব একটা বেশি মানসিক চাপ নিতে হয়নি, কারণ আমি এত সুন্দর একটা টিম পেয়েছি, স্পেশালি আমার ডিরেক্টর রায়হান রাফী ভাই আমাদের অনেক হেল্প করেছিল ক্যারেক্টার নিয়ে ভাবার। আমাদের মেকআপ ও কস্টিউম টিম যারা ছিলেন, সবাই আমাকে এতটা সাপোর্ট দিয়েছেন যে প্রতিটা ক্যারেক্টার যেন ডিফারেন্ট হয়।

পরিচালক রায়হান রাফী আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, প্রতিটি ডিরেক্টরই চায় তার সিনেমা ব্লকবাস্টার হোক, ইন্ডাস্ট্রি হিট হোক। ভাগ্যক্রমে আমার তিনটি পরপর ছবি হিট হয়েছে, পরাণ, সুড়ঙ্গ ও তুফান। আমার হ্যাট্ট্রিকের সুযোগ হয়েছে। আমি চেষ্টা করেছি পরাণ থেকে সুড়ঙ্গ একটু বেটার করতে, সুড়ঙ্গের থেকে বেটার করেছি তুফান। এবং তুফান থেকে আরেকটু বেটার করা তাণ্ডব। যেহেতু ভালো করার চেষ্টা করছি, তাই ইনশাআল্লাহ আবারও সফল হবে।

শাকিব খান নিজেও সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী। মেগাস্টার বলেন, তাণ্ডব নিয়ে বলতে হলে এক কথায় অসম্ভব ভালো মেকিংয়ের একটা সিনেমা। আমার মনে হয়েছে, আমি রাফীকে বলেছিও। রাফী, তোমার বেস্ট সিনেমা এটা। এই প্রোডাকশন হাউজ ও রাফীর সাথেও এটা আমার সেকেন্ড কাজ। আমি যখন ডাবিং করেছি ও দেখেছি, তখনই মনে হয়েছে, কী বানালো! তাণ্ডব কিন্তু অসম্ভব পরিশ্রমের একটা সিনেমা।

উল্লেখ্য, এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছয়টি সিনেমা। এর মধ্যে আলোচনার শীর্ষে রয়েছে ‘তাণ্ডব’। শাকিব, জয়া ও সাবিলা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন ডা. এজাজ, রোজী সিদ্দিকি, এফএস নাঈম প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড, সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি, এবং সহযোগিতায় রয়েছে দীপ্ত।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025 notuntara
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT