
নিজস্ব প্রতিবেদক:
শীতের আনন্দ ভাগাভাগি করতে শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করে শান্তিতে থাকবো, অপরকে শান্তিতে রাখবো নামে একটি সামাজিক সংগঠন।
গত ৫ ডিসেম্বর শুক্রবার রাজধানীর শাহবাগ, শংকর রোড কাওরান বাজার, ফার্মগেট, কসাইবাড়ী সহ বিভিন্ন পাড়া মহল্লায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন শান্তিতে থাকবো, অপরকে শান্তিতে রাখবো এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক, আবৃত্তি শিল্পী ইসমাঈল হোসাইন সিরাজি। সংগঠনের সদস্য সচিব, অ্যাডভোকেট জাহিদুর রহমান আইনজীবী ঢাকা জর্জ কোর্ট। আরো উপস্থিত ছিলেন শান্তিতে থাকবো, অপরকে শান্তিতে রাখবো এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট জিয়াউর রহমান ও সংগঠনের সদস্য বৃন্দ। এ সময় প্রতিষ্ঠাতা আহ্বায়ক আবৃত্তি শিল্পী ইসমাঈল হোসাইন সিরাজি বলেন, আমার প্রতিবেশী দরিদ্র শীতার্ত মানুষ কষ্ট করবে, আর আমরা আরামে থাকবো তা হতে পারে না। মানুষের প্রতি মানুষের ভালোবাসার সম্প্রীতি গড়ে উঠুক সমাজের সকল মানুষের প্রতি। সংগঠনের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে গাজীপুর থেকে আসা দুই জন যুগল সদস্য কে ধন্যবাদ জানান। সমাজের সকল শ্রেণী পেশার মানুষ কে সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আহ্বান জানাই, যেন শান্তিতে থাকবো, অপরকে শান্তিতে রাখবো এই সামাজিক সংগঠনে যেন সবাই যুক্ত হয় এবং দেশ কে এগিয়ে নিয়ে যায়।
আরোও বক্তব্য রাখেন, শান্তিতে থাকবো অপরকে শান্তিতে রাখবো এর সদস্য সচিব অ্যাডভোকেট জাহিদুর রহমান। উনি ইসলাম ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের একটি আয়াতের মাধ্যমে উনার বক্তব্য শুরু করেন। যার অর্থ এমন আপনি যদি মানুষের প্রতি দয়া করেন, তাহলে আল্লাহ্ আপনার প্রতি দয়াশীল হবেন। অতএব, আমাদের সবাই কে অসহায় দরিদ্র মানুষের প্রতি দয়া করতে হবে। সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হবে।
এ ছাড়াও আরো অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।
শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যক্রমের মাধ্যমে উপরোক্ত অনুষ্ঠানের সমাপ্তি হয়।