
গত ২০ জুন উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তন খুলনায় নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এর ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য আয়োজনে মহা বিপ্লব ৩৬ জুলাইয়ের প্রেক্ষাপটে লেখা জনপ্রিয় কাব্যগ্রন্থ “বিপ্লবী পাসওয়ার্ড” বইটিকে নতুনতারা কর্তৃক সম্মাননা প্রদান করা হয়।
আজাদুল হক আজাদ এর লেখা কাব্যগ্রন্থ ‘বিপ্লবী পাসওয়ার্ড’ সম্পর্কে কবির বক্তব্য
“৩৬-জুলাই অবাক চোখে দেখেছি, হৃদয়ের রক্তক্ষরণ অনুভব করেছি প্রতি ফোঁটায়, শরীরে মেখেছি উত্তাপ। অপরদিকে সর্বচ্চো ঘৃণার স্তূপে ছুঁড়ে ফেলেছি ফ্যাসিস্ট, স্বৈরাচার সরকার ও তাদের দোসরদের। সাধারণ ছাত্রদের উপর তাদের দমন-নিপীড়ন ও সর্বোপরি গণহত্যা কাঁদিয়েছে আমাকে, নাড়িয়ে দিয়েছে বিবেক, মনুষ্যত্বে টোকা দিয়েছে বারবার, দ্রোহের আগুনে জ্বলেছি সর্বক্ষণ।
ঝাঁকুনি দিয়ে কান্নারচোট তাড়িয়ে দিয়েছিল ঘুম। সমসাময়িক বিপ্লবী চেতনায় কান্নাজড়িত জ্বালামুখী নির্ঘুম সময়ের অণু থেকে বেরিয়ে আসা প্রতিটি শব্দের গাঁথুনিতে দ্রোহের পরশে একেকটি বাক্যজালে লেখা বেশ কয়েকটি কবিতা নিয়ে সাজানো এই কাব্যগ্রন্থ ” বিপ্লবী পাসওয়ার্ড”। গ্রন্থটি প্রতিটি দেশপ্রেমিক পাঠকের হৃদয়কে স্পর্শ করবে।
এক নজরে আজাদুল হক আজাদ
আজাদুল হক আজাদ জন্ম ২৬ অক্টোবর ১৯৭৯ সালে সাতক্ষীরা মাতুলালয়ে। পিতা মোঃ নজরুল হক, মাতা মোমেনা খাতুন।
নব্বই দশক থেকে তিনি সাহিত্যচর্চা করে আসছেন। স্বীকৃতিস্বরূপ কাজী নজরুল ইসলাম গবেষণা পরিষদ, খুলনা থেকে পেয়েছেন বিশেষ সম্মাননা। তিনি খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থা (খুসাস) এর সাধারণ সম্পাদক ও খুলনা সাহিত্য পরিষদের স্থায়ী সদস্য।
স্বাধীনচেতা এই কবির কলমে সাহসী ও সমসাময়িক বাস্তববাদী চিত্র ফুটে ওঠে।
তিনি অনিয়ম ও অত্যাচারের বিরুদ্ধে কলম ধরায় বিগত ১৮ জুন ২০২২ সালে স্বৈরাচার সরকারের গুণ্ডাপাণ্ডা কর্তৃক প্রাণঘাতী হামলার শিকার হয়েছিলেন। তবে গুরুতর আহত হলেও আল্লাহর রহমতে তিনি প্রাণে বেঁচে যান।
প্রেম-ভালোবাসা-আশাবাদী কবি এবং সাহসী কলমসৈনিক হিসেবে তিনি সাহিত্যাঙ্গনে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছেন। ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী রুচিশীল রাষ্ট্র ও সামাজিক অবক্ষয় রোধই তার কাম্য। তিনি প্রতিনিয়তই এক সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠনের স্বপ্ন দেখেন।
এক কন্যা ও স্ত্রীকে নিয়ে বর্তমানে তিনি খুলনা শহরে স্থায়ীভাবে বসবাস করছেন। বইপড়া, ভ্রমণ এবং বাগান করা তার শখ।
পেশাজীবনে ব্যবসার পাশাপাশি সাপ্তাহিক নতুনতারা’র নির্বাহী সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।