নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাবেক সহ-সভাপতি, খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য দৈনিক আমার দেশ এর খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওনের পিতা বিশিষ্ট ব্যবসায়ী শেখ ইয়াকুব আলী (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি ও রাজিউন)।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনা মহানগরী শেরে বাংলা রোডস্থ সুরক্ষা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের প্রধান উপদেষ্টা বিশিষ্ট নাগরিক নেতা পরিবেশবিদ মানবতাবাদী অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার, সংগঠনের সভাপতি বিশিষ্ট নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক সরদার বাদশা সহ সংগঠনের সদস্য নেতৃবৃন্দ।