আন্তর্জাতিক প্রতিনিধি
সৌদিআরব বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ চৌদ্দ দেশের নাগরিকদের ভিসা সংক্রান্ত ‘সাময়িক বিধিনিষেধ’ জারি করল। সে দেশের বিদেশ মন্ত্রী জানিয়েছে, সংশ্লিষ্ট দেশগুলির বাসিন্দাদের সাময়িক ভাবে ‘ওয়ার্ক ভিসা’ দেওয়া মুলতবি রাখা হয়েছে।
বাংলাদেশ, ভারত ছাড়াও পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, ইয়েমেন, সুদান, ইরাক, ইথিওপিয়া, নাইজ়িরিয়া, লিবিয়া, কেনিয়া এবং তুরস্ক রয়েছে এই তালিকায়। সাধারণ ভাবে ‘ওয়ার্ক ভিসা’ নিয়ে সংশ্লিষ্ট দেশগুলির নাগরিকেরা সৌদিতে কাজ করতে যান। হজের সময় অতিরিক্ত জমায়েত এড়াতেই সাময়িক ভাবে এই পদক্ষেপ করা হয়েছে বলে সৌদিআরব সরকারি সূত্রের খবর।