
প্রতি বছরে আসে একটি দিন,
আনন্দে ভরে ওঠে সবার মন বিন।
আজকে সে দিন প্রত্যয়ের জন্মক্ষণ,
আশীর্বাদে ভরে উঠুক তার জীবন।
প্রত্যয় গান গায়, আঁকে ছবির রঙে,
খুলনা আর্ট একাডেমির ছাত্র সে সংগে।
শিক্ষা–শিল্পে মননে হোক উন্নত করে,
মিলন বিশ্বাস কোলে নিয়ে আশীর্বাদ করে।
প্রত্যয়ের দাদা জয় ইঞ্জিনিয়ারিংয়ে রয়,
মিলন বিশ্বাসের ছাত্র ছিলো সেও এক সময়।
দাদার আদর্শে পথ চলুক ভাই,
পড়াশোনায় সুনাম আনুক তাই।
মিলন বিশ্বাস কোলে নিয়ে বলে,
প্রত্যয় হবে জয়ের মতো সহজ ভলে।
বায়না না করে মন দিও পড়াশোনায়,
আলো ছড়াও তুমি জ্ঞানের প্রদীপ শিখায়।
মা-বাবার মুখে ফুটুক হাসির আলো,
ভবিষ্যৎ হবে উজ্জ্বল, গৌরব হবে ভালো।
আমরা সকলে করি তার জন্য কামনা,
ভালোবাসায় কাটুক তার জীবনযাপনা।
খুলনার শিশুরা আসুক আর্ট একাডেমিতে,
রঙে রঙে হাসুক সাদা কাগজের পটে।
একাডেমির পরিবার মিলুক আনন্দ গানে,
আশীর্বাদ করি প্রত্যয় বাবুর জন্মদিনে।