
নিউজপ্রিন্ট মিলস্ সহ সকল শিল্পকারখানার সম্পদ পাচার, লুটপাট, দুর্নীতি ও অবৈধ টেন্ডার প্রক্রিয়া বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, বন্ধ সকল শিল্পকারখানা চালু, শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ এবং শ্রমিক হয়রাণী বন্ধের দাবীতে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে ১২জুন বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় শান্তিধাম মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডঃ আ ফ ম মহসীন এবং সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার উক্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন