নিজস্ব প্রতিবেদক:
" সকল গুণীর সন্নিবেশ আমাদের নতুনতারা'য় " শ্লোগানে নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এবং তার সকল সহযোগী সংগঠনের আয়োজনে নিয়মিত নতুনতারা ২১২ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা ৫ জানুয়ারি ২০২৬ সোমবার সন্ধ্যা ৬ টা নতুনতারা ভবন খুলনায় নবনির্বাচিত কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু। প্রধান আলোচক ছিলেন নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর নবনির্বাচিত কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যাপক এবিএম আদেল মুকুল। বিশেষ অতিথি ছিলেন নতুনতারা মহিলা পরিষদ এর কেন্দ্রীয় চেয়ারম্যান স্মৃতি রেখা বিশ্বাস। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরদার আবদুল আজিজ, শেখ এম জাহের ডাবলু, মোঃ আকরাম হোসেন মল্লিক, সেলিনা আক্তার ইরানী, আজাদুল হক আজাদ, মোঃ জাহাঙ্গীর হোসেন, ইরানি পারভীন, এ জি রানা, এস এম নাজমুল হাসান, শেখ শাহীন, তানভীর তপন, মোঃ আকতার হোসেন প্রমূখ।
পুরো অনুষ্ঠান জুড়ে নতুনতারা পরিবারের গর্বিত আজীবন সদস্য ও নতুনতারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ এর কেন্দ্রীয় প্রধান পৃষ্ঠপোষক বিশ্বসেরা কবি ও পরিবেশ বিজ্ঞানী ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম এর শুভ জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানে ১০ জনকে ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম এর প্রকাশিত ইংরেজি সাহিত্যের গ্রন্থ উপহার প্রদান করা হয়।
আগামী ১০ জানুয়ারি নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এবং নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে ও শপথ পাঠ করা করানো হবে ইনশাআল্লাহ আনুষ্ঠানিক ভাবে।