নিজস্ব প্রতিবেদক:
" শীতের তীব্রতায় সাহিত্য রস ফুটে উঠুক " শ্লোগানে নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এবং তার সকল সহযোগী সংগঠনের আয়োজনে নিয়মিত নতুনতারা ২১০তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যাপক এবিএম আদেল মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার সাহিত্যের আলোকিত মুখ কবি গল্পকার সম্পাদক নাসির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কবি ও কণ্ঠশিল্পী শেখ এম জাহের ডাবলু ও কবি সরদার আবদুল আজিজ। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব মনিরুজ্জামান আকন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ আকরাম হোসেন মল্লিক, সাপ্তাহিক নতুনতারা সাহিত্য সম্পাদক মোঃ রহমত আলী, ইরানি পারভীন, এস এম মোস্তাকিম প্রমূখ।
নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান কবি ও রোটারিয়ান শাখাওয়াৎ হোসেন স্বপন এর বাইপাস সার্জারি সফল ভাবে সম্পন্ন হওয়ায় শুকরিয়া আদায় করে দোয়া পরিচালনা করেন মনিরুজ্জামান আকন।
আগামী ৩১ ডিসেম্বর বিকাল ৪ টা নতুনতারা ভবন খুলনায় ইংরেজি বর্ষ বিদায়, নতুনতারা গর্বিত আজীবন সদস্য বিশ্বসেরা কবি ও পরিবেশ বিজ্ঞানী ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম এর শুভ জন্মদিন উদযাপন, সাপ্তাহিক নতুনতারা প্রকাশ ও নাসির আহমেদ সম্পাদিত খুলনার কবি - সাহিত্যিকদের জীবনালেখ্য গ্রন্থের মোড়ক উন্মোচন বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।