নিজস্ব প্রতিবেদক:
" শ্বাশত সুন্দরের কান্ডারী মোরা " শ্লোগানে নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এবং তার সকল সহযোগী সংগঠনের আয়োজনে নিয়মিত নতুনতারা সোমবারের সাপ্তাহিক ২০১ তম সাপ্তাহিক সাহিত্য আড্ডা এবং ৩১ অক্টোবর শুক্রবার দিনব্যাপী নতুনতারা নৌভ্রমণ ও সাহিত্য সম্মেলন ২০২৫ পরবর্তী মূল্যায়ন সভা ও আয় ব্যায়ের হিসাব সংক্রান্ত সভা কেন্দ্রীয় কো চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা নাগরিক নেতা ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এম জাহের ডাবলু। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান শাখাওয়াৎ হোসেন স্বপন, কেন্দ্রীয় মহাসচিব মনিরুজ্জামান আকন, কেন্দ্রীয় অর্থ সচিব দেশ আহমেদ রাজু, সাপ্তাহিক নতুনতারা নির্বাহী সম্পাদক আজাদুল হক আজাদ, ফুলতলা উপজেলা কমিটির প্রধান সমন্বয়ক সরদার আব্দুল আজিজ, নতুনতারা মহিলা পরিষদ এর সদস্য সেলিনা আক্তার ইরানী প্রমূখ।
সভা শেষে ৩১ অক্টোবর শুক্রবার দিনব্যাপী নতুনতারা নৌভ্রমণ ও সাহিত্য সম্মেলন ২০২৫ এর আয় ও ব্যায়ের হিসাব উত্থাপন করা হয় এবং উদযাপন কমিটির অনুমোদন করা হয়।