
নিজস্ব প্রতিবেদক:
” নতুন বছরের নতুন সূর্যে আমাদের নতুনতারা ” শ্লোগানে নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এবং তার সকল সহযোগী সংগঠনের আয়োজনে নিয়মিত নতুনতারা সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা ১২ জানুয়ারি ২০২৫, সোমবার, সন্ধ্যা ৬ টা, নতুনতারা ভবন খুলনায় নতুনতারা মহিলা পরিষদ এর কেন্দ্রীয় চেয়ারম্যান স্মৃতি রেখা বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম প্রধান আলোচক ছিলেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সরদার আব্দুল আজিজ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ রহমত আলী, নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় সাংগঠনিক সচিব শেখ এম জাহের ডাবলু। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সচিব ইরানি পারভীন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ আকরাম হোসেন মল্লিক, শেখ গোলাম রাসুল খোকন, মোঃ জমিরুল হক, টুকু সরদার প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সরদার আব্দুল আজিজ নগদ অর্থ প্রদান করে কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।