
নিজস্ব প্রতিবেদক
” পুরাতন ভাঙা সুরগুলো আবার জোড়া লাগুক নতুন বছরে, ২০২৬ হয়ে উঠুক শান্তি আর সাফল্যের বছর ” শ্লোগানে নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা’র ২০২৬ মেয়াদের কেন্দ্রীয় উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি ঘোষণা, বরণ ও শপথ পাঠ গতকাল সন্ধ্যা ৬ টা, নতুনতারা ভবন, খুলনায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়। ৪ সদস্যের উপদেষ্টা পরিষদ ও ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা। মোঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার, উদ্বোধন করেন প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক, প্রধান আলোচক ছিলেন মিনা আজিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন শেখ আবু আসলাম বাবু, আলহাজ্ব এফ এম মনিরুজ্জামান ও অধ্যাপক এবিএম আদেল মুকুল।
২০২৬ মেয়াদের উপদেষ্টা পরিষদে মনোনীত হলেন কেন্দ্রীয় প্রধান পৃষ্ঠপোষক এ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার, কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক, কেন্দ্রীয় আন্তর্জাতিক উপদেষ্টা আলহাজ্ব আব্দুস সালাম শিমুল ও কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা শেখ আবু আসলাম বাবু।
২০২৬ মেয়াদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম, কো চেয়ারম্যান ফরহাদ কাদির, সিনিয়র ভাইস চেয়ারম্যান হরষিত মন্ডল, ভাইস চেয়ারম্যান সরদার আব্দুল আজিজ, প্রধান সমন্বয়ক মনিরুজ্জামান আকন, মহাসচিব শাখাওয়াৎ হোসেন স্বপন, যুগ্ম মহাসচিব মোঃ রহমত আলী, অর্থ সচিব দেশ আহমেদ রাজু, সাংগঠনিক সচিব সেবাব্রত সিংহ, সাহিত্য ও সাংস্কৃতিক সচিব সেলিনা আক্তার ইরানী, কার্যনির্বাহী সদস্য শ্রীগৌরদাস বিশ্বাস।