দেশের সকল সংকট নিরসনে সংস্কৃতিকর্মীদের ভুমিকা ছিল অগ্রগণ্য মাদারীপুর গণশিল্পীর বর্ধিত সভায় নাট্যজন খায়রুল আলম সবুজ
বাংলাদেশ গণশিল্পী সংস্হা, মাদারিপুর জেলা শাখার এক বর্ধিত সভা ২৬ জুন-২০২৫, বৃহস্পতিবার মাদারিপুর সরকারি সমন্বিত অফিস ভবনের মাল্টিপারপাস হলে সংগঠনের জেলা সভাপতি আজমল হুদা ঢালির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সভার প্রধান অতিথি নাট্যজন খায়রুল আলম সবুজ দেশের বর্তমান সময়ে সংস্কৃতিকর্মীদের দায় নিয়ে বিভিন্ন কথা প্রসঙ্গে বলেন, আমাদের প্রিয় জন্মভূমি আর সাধারণ মানুষের সকল সংকটে সংস্কৃতি কর্মীরা সকল লোভ মোহ ভয়কে উপেক্ষা করে সংস্স্কৃতির জাগরণী শক্তি নিয়ে
জনগণের পাশে দাঁড়িয়েছেন।আজো সে প্রয়োজন ফুরিয়ে যায়নি,বরং সে বিবেচনায় এখন সংস্কৃতিকর্মীদের আরো বেশী দায়িত্বশীল হবার সময় এসেছে বলে গণশিল্পী সংস্হার কেন্দ্রীয় সভাপতি নাট্যজন খায়রুল আলম সবুজ উল্লেখ করেন।
সভার শুরুতে গণশিল্পী,মাদারিপুর জেলা শাখার সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক প্রয়াত মো: শাজাহান খানের মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিটকাল নিরবতা পালনের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্হিত ছিলেন প্রয়াত সাংবাদিক মো: শাজাহান খানের স্ত্রী শিক্ষিকা বেগম আলিমুন্নেসা।বর্ধিত এই সভায় গণশিল্পীর কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করেন় গণশিল্পীর কেন্দ্রীয় নির্বাহী সভাপতি এ্যাড. মিনা মিজানুর রহমান,সাংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বাবলু সভায় সাংগঠনিক রিপোর্ট উপস্হাপন করেন।
সভায় অন্নান্যদের মধ্যে বক্তৃতা করেন রাকিবুল ইসলাম,প্রফেসর নুরজাহান বেগম,সাংবাদিক মন্জুর হোসেন ও কে এম হাবিবুর রহমান প্রমুখ।