খুলনা কবি - সাহিত্যিক ফোরাম আয়োজিত জুলাই বিপ্লবের পঙক্তিমালা ও জুলাই পদক - ২০২৫ অনুষ্ঠান গত ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, বিকাল ৫ টা, উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়। উৎযাপন কমিটির আহ্বায়ক সৈয়দ আলী হাকিম ও সদস্য সচিব মনিরুজ্জাম মোড়ল। সঞ্চালনায় ছিলেন সাইফুল ইসলাম মল্লিক। খুলনা কবি-সাহিত্যিক ফোরামের আহ্বায়ক এস এম আয়ুব আলী ও সদস্য সচিব আজাদুল হক আজাদ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন খুলনা বার এসোসিয়েশন আহ্বায়ক আব্দুল্লাহ্ হোসেন বাচ্চু, লেখক সাংবাদিক নেতা সহকারী মহাসচিব বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফ ইউজের এহতেশামুল হক শাওন,
খুলনা প্রেসক্লাব সভাপতি এনামুল হক, আব্দুর রাজ্জাক রানা কোষাধাক্ষ, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা। মোহাম্মদ রাশিদুল ইসলাম, সাবেক সহ-সভাপতি, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফ ইউজে।
কথাসাহিত্যিক ফিরোজ আহম্মেদ, মনিরুজ্জাম লাভলু, নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এর কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, গাংচিল প্রতিষ্ঠাতা খান আখতার হোসেন, নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা, খুসাস সভাপতি জিনারুল ইসলাম, এজি রানা , মোঃ আশরাফুল আলম, শাখাওয়াৎ হোসেন স্বপন, মোঃ রহমত আলী, নাসিমা সুলতানা নিলু-সহ খুলনার অধিকাংশ সাহিত্য সংগঠনের কবি-সাহিত্যিক, সাংস্কৃতিজন ও সংগঠক বৃন্দ। ঢাকা থেকে আগত অতিথি ছিলেন ছড়া সম্রাট জগলুল হায়দার, কাদের বাবু ও মৃন্ময় মিজান। জুলাই সংগ্রামে আহত শিক্ষার্থী আব্দুল্লাহ্ আল শাফিল ও ছাত্র-জনতা আন্দোলনে অনেকেই, এছাড়াও উপস্থিত ছিলেন খুলনার এক ঝাঁক বাচিকশিল্পী।