কবি আজাদুল হক আজাদ, জন্ম ২৬ অক্টোবর ১৯৭৯ সালে সাতক্ষীরা মাতুলালয়ে। পিতা মোঃ নজরুল হক, মাতা মোমেনা খাতুন।
নব্বই দশক থেকে তিনি সাহিত্যচর্চা করে আসছেন। স্বীকৃতিস্বরূপ কাজী নজরুল ইসলাম গবেষণা পরিষদ, খুলনা থেকে পেয়েছেন বিশেষ সম্মাননা। তিনি খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থা (খুসাস)-এর সাধারণ সম্পাদক ও খুলনা সাহিত্য পরিষদের স্থায়ী সদস্য।
স্বাধীনচেতা এই কবির কলমে সাহসী ও সমসাময়িক বাস্তববাদী চিত্র ফুটে ওঠে।
তিনি অনিয়ম ও অত্যাচারের বিরুদ্ধে কলম ধরায় বিগত ১৮ জুন ২০২২ সালে স্বৈরাচার সরকারের গুণ্ডাপাণ্ডা কর্তৃক প্রাণঘাতী হামলার শিকার হয়েছিলেন। তবে গুরুতর আহত হলেও আল্লাহর রহমতে তিনি প্রাণে বেঁচে যান।
প্রেম-ভালোবাসা-আশাবাদী কবি এবং সাহসী কলমসৈনিক হিসেবে তিনি সাহিত্যাঙ্গনে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছেন। ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী রুচিশীল রাষ্ট্র ও সামাজিক অবক্ষয় রোধই তার কাম্য। তিনি প্রতিনিয়তই এক সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠনের স্বপ্ন দেখেন।
এক কন্যা ও স্ত্রীকে নিয়ে বর্তমানে তিনি খুলনা শহরে স্থায়ীভাবে বসবাস করছেন। বইপড়া, ভ্রমণ এবং বাগান করা তার শখ। সাত দিনের কাগজ নতুনতারা এর নির্বাহী সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।