খুলনার সুবিখ্যাত সিংহ পরিবারে কবি ও বাচিক শিল্পী সেবাব্রত সিংহ'র জন্ম ২০ শে ফেব্রুয়ারি ১৯৬৯ ইংরেজি। পিতার নাম খুলনার বরেণ্য কবি  স্বর্গীয় শ্রী বিষ্ণুপদ সিংহ এবং মাতার নাম স্বর্গিয়া শ্রীমতি ইলা রানী সিংহ। এসএসসি ১৯৮৪ সাল দ্বিতীয় বিভাগ মডেল স্কুল,  এইচএসসি ১৯৮৬ সাল দ্বিতীয় বিভাগ,  বিএ ১৯৮৮ সাল তৃতীয় বিভাগ সুন্দরবন কলেজ। 
কর্মজীবন সিএসএস চক্ষু হাসপাতালের রেজিস্ট্রেশন ক্লার্ক হিসেবে এবং পরবর্তীতে এলজিইডি তে বিভিন্ন প্রকল্পে কর্মরত ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত।
খুব ছোটবেলা থেকে বাবার হাত ধরে আবৃত্তি জগতে প্রবেশ। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ১৯৮৩ উপলক্ষে কবিতা প্রতিযোগিতায় প্রথম স্থান। জাতীয় গ্রন্থ সপ্তাহ ১৯৮২ স্কুল পর্যায়ে কবিতা প্রতিযোগিতা প্রথম স্থান সহ বিভিন্ন সময় বিভিন্ন সাহিত্য প্রতিযোগিতায় পুরস্কার অর্জন। বিভিন্ন সংগঠনের সাথে সরাসরি জড়িত। নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এর কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সচিব এর দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন ধরে কবিতা লেখা। বর্তমানে মোট কবিতার সংখ্যা সাত হাজারের উর্ধ্বে। বিভিন্ন পত্রপত্রিকায় কবিতা প্রকাশিত হয়েছে। কাব্য জগতে অনন্য স্বীকৃতি স্বরূপ অমর একুশে কাব্য সম্ভার, রবীন্দ্র নজরুল সম্মাননা অর্জন। প্রকৃতির খুব কাছাকাছি প্রায় তার নিবিড় সম্পর্ক এবং মানুষগুলোর জীবন যাপন তার খুব নিকটবর্তী হয়ে সেই জীবনকে ছুয়ে দেখার অভিজ্ঞতাকে তুলে আনার চেষ্টা সেবাব্রত সিংহ'র লেখা কবিতায়। তার সারা জীবনের একটাই দুর্বলতা কবিতা লেখা ও আবৃত্তি।