
সেলিনা আক্তার ইরানী ★
হাজারের ফাগুন পরে
এসেছিলে তুমি ক্ষণিকের জন্য,
মন মরুভূমি হয়েছিল তাই
তোমায় পেয়ে ধন্য।
শূন্য হাতে এসেছিলে তুমি
চাওনি কিছু দিতে,
দিয়েছো তুমি অনেক কিছুই
পারোনি তো বুঝতে।
মনের অজান্তেই রেখে গেছো
কতো শত স্মৃতি,
হাজারো চেষ্টায় পারিনি  তা ভূলতে
তোমার দেওয়া প্রিতী।
হতেও পারে আবার দেখা
হঠাৎ চলার পথে,
হতেও পারে অনেক কথা
যদি পারো চিনতে।
যদি পারো মনে রেখো
তবেই হবো সুখী,
ভালো থেকো সুখে থেকো
আনন্দে থেকো তুমি।