
আকাশ পথে ঘুরতে গিয়ে,
মেঘের দেখা পেলাম,
মেঘকে আমি জড়িয়ে ধরে,
অজরে কান্না করলাম!
মেঘের দিকে পরশ করে,
তাকিয়ে আমি থাকলাম,
এমন সুন্দর মেঘমালা,
জীবনে প্রথম দেখলাম!
মেঘের পরশ কাছে এসে,
জড়িয়ে ধরল আমায়,
মেঘ আমায় বলতে লাগল,
শান্তির পরশ কেমন লাগলো তোমায়?
মেঘের মালা ছন্দে চলে,
অলৌকিক ইশারায়,
মেঘমালা চলত থাকে,
সৃষ্টির অপরিসীম মায়ায়।
রচনা কাল ১৩.১০.২৫