
দেশ আহমেদ রাজু
হায়রে আমার সোনার বাংলা,
মা জননী-মাতৃভূমি।
স্বাধীন,স্বাধীন,স্বাধীন বলে,
আটচল্লিশ,বায়ান্ন,একাত্তর পেরিয়ে,
চব্বিশে এসে আজও কাঁদো তুমি।
রক্ত,রক্ত,রক্ত শকুনি,
কেন এতো রক্ত পিপাসু তুমি?
কখনো বৃটিশ হায়েনা,
কখনো হানাদার,
কখনো রাজাকার,কখনো বা স্বৈরাচার।
আর কত অবিচার,টিয়ার সেল,
সাউন্ড গ্রেনেড,চলবে গুলি নির্বিচার।
বাঙালি জাতি-
বোবা,অন্ধ,ল্যাংড়া,লুলা বলে,
গিলেছে সম্পদ শকুনের দলে,
গিলছে এখনো শিয়াল,কুকুরের পালে।
শিয়াল, কুকুরেরা অমরত্ব পাবে বলে,
স্বদেশের টাকা করছে পাচার,
গড়ছে সম্পদ বিদেশি আস্তাবলে।
অনাহারে,অর্ধাহারে-
মরছে,মরুক বাঙালি জাতি।
খেয়ে,খেয়ে হচ্ছে হাতি,
পন্ডিত শিয়ালের নাতি-পুতি।
কতকাল মাগো আর জন্মভূমি,
উঁচিয়ে পতাকা-বলবো মিথ্যা,
মাগো,ও-মা,স্বাধীন তুমি!