
এম এম বাহাউদ্দীন
ভেবে নিও আমি মারা গেছি,
মাঝে মাঝে আমাকে যা দেখো-
ভেবে নিও তা স্বপ্ন তোমার।
এই যে তোমার কত শুভদিন গেলো,
কতো ঈদ, কতো জন্মদিন,
কতো বিবাহ বা শ্রাদ্ধ অনুষ্ঠান,
আমাকে তো দেখোনি কোনখানে।
হয়তো আনুষ্ঠানিকভাবে গত হইনি আমি,
তবু ভেবে নিও মারা গেছি।
মিছিলের সমুখে আমার স্লোগান দেখোনা,
চোখের আড়মোড়া ভেঙে আমাকে দেখোনা,
মাঝে মাঝে যা দেখা হয়তো মরিচিকার মতো-
সে তো রাতের কাকঘুমে মৃত দাদীর মুখও দেখো।
ফলবতী বৃক্ষ ফলহীন হলে-
পত্র পল্লব ঝেড়ে ন্যাড়া হয়ে গেলে-
কেউ আর ফিরে তাকায়না,
কেউ রাখেনা খোঁজ রোজকার মত।