
হে ফিলিস্তিন! আমি তোমাকে ভালোবাসি,
ভালোবাসি প্রানের চেয়েও বেশি।
তোমার কষ্টে, তোমার দুঃখে
ব্যথিত হৃদয়ে আমি সাজি।
আমি দেখেছি ক্ষুধার তীব্র যন্ত্রণায়
কাঁতরিয়েছে অসংখ্য মুখ,
ইহুদিদের নৃশংসতায়
হারিয়েছে নারী আপন সুখ।
আমি শুনেছি শিশুদের আর্তনাদ,
নিষ্পাপ কণ্ঠের হাহাকার,
এক ফোঁটা পানির তরে
শিশুরা করেছে জীবন ছারখার।
নিষ্পাপ দেহ, নিষ্পাপ মন,
হাসি ভরা ছোট্ট জীবন।
তবু কেন রক্তে রাঙা,
শেষ হতে হলো অকাল প্রাঙ্গণ?
নারীরা তো মায়ের জাতি,
সহজ-সরল তাদের মন,
তবু কেন সহ্য করতে হলো
নির্যাতন, নিপীড়ন, রক্ত ঝরন?
হে ফিলিস্তিন!
তোমার আকাশে ধোঁয়া-অন্ধকার,
তবু আমি দেখি আশার আলো
বিজয় নিশ্চিত তোমাদের
সাহসী হৃদয়ে এগিয়ে চলো ।
তোমার সন্তানরা আজও লড়ছে,
তোমার মাটিতে রক্ত ঝরছে,
কিন্তু ইতিহাস সাক্ষী
অত্যাচারী টেকে না, চিরকাল
আজ হাসছে তারা কাঁদবে আগামীকাল
হে ফিলিস্তিন! আমি তোমাকে ভালোবাসি,
তুমি ধ্বংসস্তূপ পেরিয়ে উঠবেই দাঁড়িয়ে,
তোমার রক্ত হবে শহীদদের সাক্ষ্য,
তোমার প্রতিটি শিশুর হাসি
হবে জয়ের বার্তা বহনকারী।