
শ ম রশীদ আল কামাল
কল্পনার কালিক সিঁড়ি বেয়ে বৃষ্টির ঝাঁক নেমে আসে
রাতের নিস্তব্ধতায় ঘুমপাড়ানী চাঁদকে আড়াল করে।
শুভ্রতার মিষ্টি হাসি দোলদুলিয়ে প্রকৃতির আঙিনাজুড়ে
কামিনীর পাপড়িগুলো সুবাস মেখে মায়াবী দৃষ্টিমেলে।
বৃষ্টিভেজা ঘাসের সরস পঙক্তিগুলো রৌদ্রের ললাটে
মাটির বুকে জল থৈ থৈ, যৌবন তরঙ্গ এলো জোয়ারে।
ইচ্ছের রেনুগুলো স্বপ্ন হয়ে উড়ে যায় সুদূরের বন্ধনে
চোখের আয়নায় সুহাসিনী তুমি, নন্দিত প্রেমালিঙ্গনে।