
ক্ষুধার যন্ত্রনা অন্যায় কিছু নহে
কে করবে এ বিচার সমাজ- সরকার,
সবাই তো সমান অপরাধী
সকলের উপর সমান দায়ভার।
যে তরুন ক্ষুধার জ্বালায় নিজেকে করে সমর্পন,
জৈবিক চাহিদা করে যে গমন।
শূন্য উদার অশান্তির মনটা করে খালি,
ভোঁ ভোঁ করে ঘুরে মাথা কি করে চলি।
আমি গরিব বলে পাইনা রোজ খেতে,
ধনীরা সব চায় আরো ধনী হতে।
ক্ষুধার যন্ত্রণায় ঘুরি আমি পথে পথে
কষ্টে ভরা জল দুই চোখেতে কি করে মিটে
রোদে বৃষ্টিতে ঘুরি আমি লাথি – সটা খেয়ে,
ঘড় বাড়ি নাই আমার কষ্টের সীমা এই
পথে পথে ঘুরি আমি ক্ষুধার যন্ত্রায়ে।