
মুহাম্মদ নুরুল কবির করিমী
স্বাধীন দেশে স্বাধীন আমি
কারো প্রজা নই আমি ,
তাঁকেই আমি রাজা মানবো
যিনিই দুনিয়ার স্বামী । 
নাক গলাতে এসো না তুমি
আমার স্বাধীন দেশে ,
উড়ে এসে বসো না জুড়ে
দালাল দস্যুর বেশে ।
যারাই থাকো;যেভাবে থাকো
এই বাংলার কুরসিতে ,
সেবা করো;ভালোবাসা পাবে
দেশচলবে রবের মর্জিতে। 
পানি,গ্যাস,নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ
ব্যবস্থা করো তাড়াতাড়ি ,
শিক্ষা,চিকিৎসা,বাসস্থান ফ্রি
নইলে তোমাকে আড়ি ।
বিজ্ঞান,কৃষি,শিল্প,বানিজ্যের
দ্রুত প্রসার ঘটাও ,
দারিদ্রতা,বেকারত্ব,স্বজনপ্রীতি
দেশ থেকেই হঠাও । 
সেন্ট মার্টিন,বঙ্গোপসাগরকে
যথাযথ কাজে লাগাও ,
রোহিঙ্গা সমস্যার সমাধান ও
কর্ম সংস্থান বাড়াও । 
চুরি,ছিনতাই,মাস্তানী,মজুদদারি
দ্রব্যমূল্য রাখো নিয়ন্ত্রণে ,
ব্যাংক,বীমা,আর্থিক প্রতিষ্ঠানে
চালক দাও গুণীজনে ।
ধান,চিনি,পাট,বস্ত্র,কুঠিরশিল্পে
বিনিয়োগ যতো খুশী ,
সুদ,ঘুষ,মদ,জুয়া,দূর্নীতি রুখো
প্রবাসীকে সম্মান বেশী । 
স্বপ্নের দেশ;কাঙ্ক্ষিত স্বাধীনতা
তবেই আসবে ফিরে ,
মুঠি মুঠি সুখ শান্তিরা আসবে
বাংলার সকল ঘরে ।