
নিজস্ব প্রতিবেদক:
“কলম নিয়ে, কলমের সাথে থাকুন, সাহিত্য হোক জীবনের প্রেরণা” শ্লোগানে ঢাকা থেকে পরিচালিত আলো মিডিয়া গ্রুপ কতৃক আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ সংগঠক ও সাহিত্যিক হিসাবে প্রদান করা হয় নতুনতারা’র প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা’ কে। আলো মিডিয়া গ্রুপ এর কেন্দ্রীয় উপদেষ্টা কবি ও সাংবাদিক মোঃ রহমত আলী উক্ত অ্যাওয়ার্ডটি অনুষ্ঠানিকভাবে প্রদান করেন ২২ ডিসেম্বর ২০২৫, সোমবার, রাত ৮ টায় নতুনতারা ভবন, খুলনায়।
এ সময় উপস্থিত ছিলেন নতুনতারা মহিলা পরিষদ এর কেন্দ্রীয় চেয়ারম্যান স্মৃতি রেখা বিশ্বাস, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শেখ এম জাহের ডাবলু ও কবি সরদার আব্দুল আজিজ। সাইফুর মিনা বিশেষ ভাবে ধন্যবাদ জানান আলো মিডিয়া গ্রুপ এর প্রতিষ্ঠাতা পরিচালক ও জাতীয় সাপ্তাহিক আজকের জনকথা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আহমেদ হোসাইন ছানু’কে।